আপনার জন্য সঠিক সাইজের ব্রা নির্ধারন করতে ব্যাবহার করুন - Bra Size Calculator
Bra Size Calculator
Find your perfect bra size with accurate measurements
Measure underneath your bust with a measurement tape.
Take the measurement without wearing a heavy or padded bra.
Your Perfect Bra Size
⚠️ Invalid Measurement
The given measurements are not sufficient to determine an accurate bra size.
Please take the measurements correctly and try again.
জেনে নিই কিভাবে সঠিক সাইজের ব্রা নির্ধারন করা যায়
উপকরণঃ এজন্য আমাদের প্রয়োজন একটি মেজারমেণ্ট টেপ।
সঠিক এবং নির্ভুল সাইজের ব্রা এর জন্য বের করতে হবে :-
- ১) BAND SIZE এবং
- ২) BUST SIZE
BAND SIZE :
- ব্যান্ড সাইজ বের করার জন্য স্তনের নিচ বরাবর মেজারমেন্ট টেপ দিয়ে ইঞ্চিতে মেপে নাও।
- যদি সংখ্যাটি জোড় হয় তার সাথে 4 যোগ করে যে সংখ্যাটি পাবে সেটিই হবে তোমার BAND SIZE।
- ধরো সংখ্যাটি 30 তাহলে BAND SIZE: 30 + 4 = 34
- আর সংখ্যাটি যদি বিজোড় হয়, তবে তার সাথে 5 যোগ করো।
- ধরো সংখ্যাটি 29 তা হলে BAND SIZE : 29 + 5 = 34
অত এব তোমার BAND SIZE 34
BUST SIZE :
- BUST SIZE এর মাপ নেওয়ার সময় ভারী বা মোটা ফোমের ব্রা পড়া যাবে না।
- প্রথমে মেজারমেন্ট টেপ দিয়ে স্তনের ঠিক উপরে আলতো ভাবে ধরো ।
- মনে করো সংখ্যাটি হলো 36 ইঞ্চি , তাহলে এটাই তোমার BUST SIZE
- এখন BUST SIZE থেকে BAND SIZE বিয়োগ করো ,
অর্থাৎ, BUST SIZE 36 – BAND SIZE 34 = 2 - এই বিয়োগফলই হলো তুমার কাঙ্খিত কাপ সাইজ , আর কাপ সাইজ সিস্টেম অনুযায়ী 2 মানে B
অত এব ৩৪ ব্যান্ড সাইজের B কাপটি তোমার জন্য সঠিক এবং উপযুক্ত ব্রা (34B)